বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

চসিক মেয়র ডা. শাহাদাতকে সংবর্ধনা দিল চন্দনাইশ মিডিয়া ক্লাব চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. শাহাদাত হোসেনকে সংবর্ধনা দিল চন্দনাইশ মিডিয়া ক্লাব চট্টগ্রাম।

শনিবার (২৩ নভেম্বর) রাতে নগরীর থিয়েটার ইন্সটিটিউটে চন্দনাইশের কৃতি সন্তান ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় চন্দনাইশ মিডিয়া ক্লাবের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন,আমি সবসময় চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভালোবাসি। চট্টগ্রাম সিটি করপোরেশনের যে ৪৫০ কোটি টাকা দেনা আমার উপর আছে আপনারা আমাকে একটু সাহায্য করবেন এতে আমি শূন্যের কোটায় নিয়ে আসবো ইনশাল্লাহ।

তিনি বলেন, বন্দর মাত্র আমাকে ৩৫ থেকে ৪০ কোটি টাকা দিচ্ছে। অথচ এই পোর্টের ১ ভাগ মাসুলও যদি আমি পাই তাহলে প্রতি বছর দেড়শ থেকে ২০০ কোটি টাকায় যেত। যেটা আমার পাওনা। পোর্টের সাথে আগে যারা ছিল তারা হয় তো উল্টাপাল্টা কিছু করে আমার সিটি করপোরেশনকে ধ্বংস করে দিয়েছে। এভাবে প্রতিটি সেবা প্রদানকারী সংস্থা থেকে তারা কম কম টাকা নিয়ে নিজের আখের গুছিয়েছে। আজকে আমাদের সময় এসেছে। আমি নগরবাসিকে অনুরোধ করবো আপনাদের উপর সিটি করপোরেশনের যে হক আছে সেটা আপনারা দিয়ে দিবেন।

তিনি আরও বলেন, এ শহরটা আসলেই খুবই সুন্দর। আমার একটা স্বপ্ন আছে আমাদের এই চট্টগ্রাম নগরীকে পর্যটন নগরীতে পরিণত করা। যাতে জিডিপিতে আমরা কিছু অবদান রাখতে পারি। আমি আজকে একটি জায়গা দেখেছি, সেটি পর্যটনের জন্য খুবই উপযুক্ত। সেটি আমরা যদি পেয়ে যাই, একটি সুন্দর পর্যটন কেন্দ্রে পরিণত করবো।

চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক জামশেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী, ফার্নিচার শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাকসুদুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, কবি ও সাহিত্যিক অভিক ওসমান, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, রাজনীতিবিদ স ম আবদুস সামাদ, চন্দনাইশ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহী,মাওলানা আহসান হাবিব, ইনসাফের চট্টগ্রাম প্রতিনিধি মাওলানা মাহবুবুল মান্নান প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img