রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত ৩২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শিয়া-সুন্নি সশস্ত্র দুইটি দলের সংঘর্ষের ফলে ৩২ জন নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরো ৪৭ জন।

শনিবার (২৩ নভেম্বর) রাতভর পাকিস্তানের কুররাম জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংঘর্ষে ১৪ জন সুন্নি মুসলিম ও ১৮ জন শিয়া নিহত হয়েছে। এছাড়াও রাতভর লুটপাটের শিকার হয়েছে কুররাম জেলা। ফলে স্কুল কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে। এছাড়া ধীরগতির করে দেওয়া ইন্টারনেট পরিষেবা।

প্রসঙ্গত, পাকিস্তানে দীর্ঘকাল ধরে শিয়া-সুন্নি উভয় সম্প্রদায় বেশ শান্তিপূর্ণভাবেই বসবাস করে আসছে। তবে গত জুলাই মাসে কুররাম জেলার শিয়া সুন্নিদের মধ্যে জমি নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে। যা ধীরে ধীরে সাম্প্রদায়িক দ্বন্দ্বে রূপ নিয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের মোট ২৪০ মিলিয়ন লোকের বসবাস। যার মধ্যে শিয়া মাত্র ১৫ শতাংশ।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img