ভয়াবহ বায়ু দূষণ দেখা দিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। বায়ু এতটাই দূষিত যে, শ্বাস নিতে গিয়ে যে বিষাক্ত বায়ু গ্রহণ করা হচ্ছে, তা দিনে ৪৯টি সিগারেট খাওয়ার সমান। বায়ু দূষণ সূচক (একিউআই) অনুযায়ী তা ৯৭৮-এ পৌঁছে গেছে। ফলে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এতে করে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা।
বিশেষজ্ঞরা বলছেন, আশেপাশের অঞ্চলের শস্য পোড়ানোর ফলে গত অক্টোবর মাস থেকে প্রতিদিন দূষণের মাত্রা বেড়েই চলছিল। এছাড়া হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলিতে বাজির অত্যাধিক ব্যবহারের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।
দিল্লির এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শ্বাস-প্রশ্বাস নিতে গেলে ধূমপান করার অনুভূতি হচ্ছে। বাইরে বের হতে পারছে না বাসিন্দারা। অনেকেই দিল্লি ছেড়েছেন।
এরকম পরিস্থিতিতে দেশটির রাজধানীর সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছেন।
সূত্র: দি বিজনেস স্ট্যান্ডার্ড