আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করার আশ্বাস দিয়েছেন ।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যবে বিষটি নিশ্চিত করা হয়।
আলোচনার সময় প্রেসিডেন্ট এরদোগান ড. মুহাম্মদ ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।