বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

উগ্রহিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রাম হাজারি গলির মুসলিম দোকানদারের উপর হামলা ও ভাংচুর পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর উপর এসিড নিক্ষেপের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (৮নভেম্বর) বাদ জুমা চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা চট্টগ্রামের মুসলিম দোকানদারের উপর ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারী উগ্রহিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার জন্য জোর দাবি জানান।

হেফাজতের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর হেফাজত নেতা মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল তাজ, কেন্দ্রীয় সহকারি প্রচার সম্পাদক মাওলানা সায়েম উল্লাহ, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা নুরুন্নবী, মাওলানা আনোয়ার রব্বানী, মাওলানা শহিদুল ইসলাম ও মাওলানা শিবলী নোমানী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img