মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

মর্গে মৃত নারীদের ধর্ষণের অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মর্গে ময়নাতদন্তের জন্য রাখা মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে মুন্না ভগত (২০) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মুন্না ভগত রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে তার মামা ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতো বলে জানাগেছে।

গ্রেপ্তারের বিষয়টি বৃহস্পতিবার রাতে সিআইডির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও সিআইডির পক্ষে থেকে বলা হয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, দুই-তিন বছর ধরে মুন্না মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিলো বলে।

এ ব্যাপারে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, এটা জঘন্যতম ও খুবই বিব্রতকর অভিযোগ। বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হতো, সেসব লাশের মধ্য থেকে মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না। প্রাথমিক সত্যতার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img