শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে বাঁধা দেওয়া দুঃখজনক: মুজিবুর রহমান হামিদী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও দলের ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি ও সব রকমের প্রস্তুতি সম্পন্ন করার পর আজ অনুষ্ঠান শুরু করার মুহূর্তে হুট করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে রাহমাতাল্লিল আলামিন কনফারেন্স বন্ধ করে দেওয়া দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একটি মুসলিম রাষ্ট্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সানে সেমিনার করতে না দেওয়া কোনোভাবেই সহ্য করা যায় না।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা হামিদী বলেন, আজকের সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেমিনার বন্ধ করে দেওয়া একটি অশনি সংকেত। দেশের বিভিন্ন স্থানে কুরআন তাফসির এবং ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img