শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

পবিত্র কুরআন পোড়ানোর ষড়যন্ত্র করায় ডেনমার্কের ৫ নাগরিককে বহিষ্কার করল বেলজিয়াম

বেলজিয়ামে পবিত্র কুরআন পোড়ানোর পরিকল্পনা করার দায়ে ডেনমার্কের পাঁচ নাগরিককে বহিষ্কার করেছে দেশটি। বহিষ্কার হওয়া ডেনমার্কের নাগরিকরা উগ্র ইসলামী বিদ্বেষী রাজনীতিবিদ রাসমুস পালুদানের অনুসারী বলে বেলজিয়ামের রাজনৈতিক আশ্রয় বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

বেলজিয়ামের রাজনৈতিক আশ্রয় বিষয়ক মন্ত্রী স্যামি মাহদি ড্যানিশদের এ কাণ্ডকে জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন।

বেলজিয়াম পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, সন্দেহভাজন পাঁচজন ব্রাসেলসের মলেনবিক-সেইন্ট-জ্যঁ জেলায় কুরআন পোড়ানোর পরিকল্পনা করছেন। ওই এলাকায় বিপুল সংখ্যক মরোক্কান মুসলিম বসবাস করেন।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, অভিযুক্ত পাঁচ ড্যানিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করে বেলজিয়াম পুলিশ এবং পরে মামলাটি সরকারি কৌঁসুলীর কার্যালয়ে পাঠানো হয়।

পালদুন নিজেই প্যারিসে জনসম্মুখে কুরআন পোড়ানোর ঘোষণা দেয়ায় গত বুধবার ফ্রান্স থেকে বহিষ্কৃত হয়েছেন। এছাড়া, চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামবিরোধী পোস্ট দেয়ায় ডেনমার্কে একমাসের জেল হয়েছিল তার।

এদিকে, গত ৩০ অক্টোবর ডেনমার্কের উগ্র ইসলামী বিদ্বেষী দল স্ট্রাম কুর্স (হার্ড লাইন) পার্টির প্রধান রাসমুস পালুদান ফেসবুকের এক পোস্টে কুরআন পোড়ানোর ঘোষণা দেন বলে জানা যায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img