বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

ইউরোপে মহানবী (স.) এর অবমাননা সহ্য করবে না ইরান ও পাকিস্তান

ইউরোপের দেশগুলোতে বাকস্বাধীনতার নামে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না জানিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ কথা বলেছেন।

একইসঙ্গে তারা ইউরোপ ও আমেরিকায় ইসলাম-আতঙ্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া তাদের মধ্যে আফগানিস্তানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তারা।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে কথা বলেছেন। নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদারে আগ্রহ দেখিয়েছে দুই দেশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img