শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আরও ৯ হাজার কর্মী ছাটাই করছে অ্যামাজন

চলমান বৈশ্বিক সংকটে নিজেদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আরও ৯ হাজার কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।

সোমবার ( ২০ মার্চ) আমেরিকার সংবাদমাধ্যম সিএনবিসি এ তথ্য জানায়।

এ নিয়ে দুই দফায় ২৭ হাজার কর্মী ছাঁটাই করল কোম্পানিটি। এর আগে গত জানুয়ারিতে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল অ্যামাজন। সেসময় কোম্পানির ই-কমার্স এবং ডিভাইস ব্যবসার পাশাপাশি মানবসম্পদ বিভাগের কর্মীদের ছাঁটাই করা হয়েছিল।

প্রতিষ্ঠানটির সিইও এন্ডি জেসি জানিয়েছেন, অর্থনৈতিক মন্দা আর আমাদের প্রতিষ্ঠানের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি এক বার্তায় এও লিখেন, অনেকেই জিজ্ঞেস করছেন আমরা কেন বিষয়টি প্রথমেই সবিস্তারে উল্লেখ করিনি। এর কারণ প্রত্যেকটি টিমই নির্ধারিত সময়ে আমাদের নিজস্ব সিদ্ধান্ত জানাতে পারেনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img