শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

দেশজুড়ে তীব্র শীতের পূর্বাভাস

দেশের ১৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। এর মধ্যে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে তীব্র শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলা এবং চুয়াডাঙ্গাসহ মোট ১৭ জেলার উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে শৈত্যপ্রবাহ চলা ১৭ জেলাসহ সারা দেশে তীব্র শীত অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img