শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আফগানিস্তানকে সস্তায় তেল-গ্যাস ও গম দেবে রাশিয়া; স্বাক্ষরিত ঐতিহাসিক বণিজ্য চুক্তি

রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করল ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। রাশিয়া থেকে পেট্রল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস ও গম কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রী হাজি নুরউদ্দিন আজিজি। তিনি জানিয়েছেন, আফগান সরকারকে বিশ্ববাজারের সস্তায় তেল-গ্যাস-গম দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে গোটা আফগানিস্তান।বহু দেশ এখনও স্বীকৃতি দেওয়া হয়নি তাদের। তাদের মধ্যে রাশিয়াও রয়েছে। তবে কাবুল নিয়ন্ত্রণের পর তালেবান নেতারা মস্কো সফরে গিয়েছিলেন।

উল্লেখ্য, আফগান রাজধানী কাবুলে হাতেগোনা বিদেশি দূতাবাসের একটি হল রাশিয়ার। এর মধ্যে গত মাসেই মস্কো সফরে গিয়েছিলেন আফগান বাণিজ্য মন্ত্রী আজিজি। এরপরেই জানা গেল রাশিয়া-আফগানিস্তানের মধ্যে বড়সড় চুক্তির কথা।

সংবাদ সংস্থাকে আজিজি জানিয়েছেন, চুক্তি হয়েছে আফগানিস্তানকে প্রতি বছর ১০ লক্ষ টন পেট্রল, ১০ লক্ষ টন ডিজেল, পাঁচ লক্ষ টন প্রাকৃতিক গ্যাস (এলপিজি) এবং ২০ লক্ষ টন গম সরবরাহ করবে রাশিয়া। আফগান সরকারের বাণিজ্য মন্ত্রী নিশ্চিত করেছেন বিশ্ব বাজারের তুলনায় কম দামে যাবতীয় সামগ্রী আমদানি করা হবে দেশে। কতদিন এই চুক্তি বহাল থাকবে তা পরে ঠিক করা হবে বলেও জানান তিনি। দু’পক্ষ সন্তুষ্ট হলে তবেই চুক্তি দীর্ঘমেয়াদি করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img