শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আফগানিস্তান বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল নয় : মুখপাত্র

সম্প্রতি জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ইএনওসিএইচএ) দাবি করেছে অর্থনৈতিক সমস্যার কারণে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পতন হবে। জাতিসংঘের এ দাবী প্রত্যাখ্যান করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

গত বুধবার (২৫ জানুয়ারি) আফগানিস্তানের তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় বলেছেন, ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল নয়।

তিনি বলেন, ইসলামী ইমারাতের শিকড় অনেক গভীরে অবস্থিত। এটি এমন কোনো ব্যবস্থা নয় যে, অর্থনৈতিক সমস্যার জন্য বিদেশীদের সাহায্যের উপর নির্ভর করে চলবে।

তিনি আরো বলেন, “এটা স্বাভাবিক যে প্রতিনিয়ত আক্রমণের সম্মুখীন ও এত দীর্ঘ যুদ্ধ চলমান থাকার পরে যেকোন দেশেরই কিছু সময়ের জন্য অর্থনৈতিক সমস্যা থাকবে। তবে ইমারাতে ইসলামিয়া দেশের অভ্যন্তরের সমস্ত অর্থনৈতিক সংস্থান পুনরুজ্জীবিত করে অর্থনীতিকে পুনর্গঠন করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যকে সামনে রেখেই গত দেড় বছরে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।”

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img