শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফিলিস্তিনি নেতা হুসাইন আল-শেখের বৈঠক অনুষ্ঠিত

কাতারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল-ছানীর সাথে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটি -পিএলও’র মহাসচিব হুসাইন আল-শেখের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৫ জানুয়ারি) কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফিলিস্তিনি জনগণের উন্নয়ন ও পারস্পরিক সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

হুসেইন আল-শেখ বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, এ বৈঠকের মূল বিষয়বস্তু ছিল, “ফিলিস্তিনি জনগণের প্রধান চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা”

উল্লেখ্য, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদার বাহিনীর অত্যাচারে ফিলিস্তিনি জনগণের টিকে থাকা ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। ফিলিস্তিনি জনগণের ঘরবাড়ি দখল, কোনো কারণ ছাড়াই তাদেরকে হত্যা ও গ্রেফতার করা এখানকার দৈনন্দিন ঘটনা।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img