শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সুইডেনে কুরআন পুড়ানোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস

সুইডেনের কট্টর ডানপন্থি রাজনৈতিক দল হার্ডলাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান কর্তৃক কুরআন পুড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ রোববার (২২ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সুইডেনে রাসমুস প্যালদুন কুরআন পুড়িয়ে মুসলিম উম্মাহের কলিজায় আঘাত করেছে। এটা কোনোভাবেই সহ্য করা যায় না।

নেতৃদ্বয় বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে সুইডেন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে মুসলিম বিশ্বকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এমন ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও সোচ্চার ভূমিকা রাখার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img