শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি

ভারতের কর্ণাটক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে পরাজিত করে বিপুলভাবে জয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস।

কর্ণাটক বিধানসভার ২২৪ আসনের মধ্যে ১৩৬ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৬৪ আসনে। সরকার গঠন করতে ১১৩ আসনের প্রয়োজন হয় প্রদেশটিতে।

নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালবাসার দোকান খুলেছে।

এদিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ্যে আসার আগেই পরাজয় মেনে নিয়ে বাসবরাজ বিজেপি নেতা বোম্মাই জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও বিজেপি কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আমরা দাগ কাটতে পারিনি। পূর্ণাঙ্গ ফলপ্রকাশ হলে আমরা পর্যালোচনায় বসব।’

মহীশুরের শাসক টীপু সুলতানের রাজ্য কর্ণাটকে গত কয়েক বছর উগ্রতার সকল সীমাপরিসীমা অতিক্রম করে চলেছিল হিন্দুত্ববাদী বিজেপি। বিশেষ করে মুসলিম ছাত্রীদের হিজাব নিষিদ্ধ করে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে প্রদেশটির কট্টর হিন্দুত্ববাদী সরকার। সেসময় হিন্দুত্ববাদীদের সামনে আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে মুসলিম বিশ্বের নজর কাড়েন মুসকান নামের এক শিক্ষার্থী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img