শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান হবে। বিদুৎকেন্দ্র চালু করতে জাহাজে কয়লা আসছে। ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকেও বিদ্যুৎ আসছে। এরইমধ্যে কয়লাবাহী জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।

শনিবার (১০ জুন) শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে হাওড়াঞ্চলে আগাম বন্যা ঠেকাতে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন। তার কথার প্রতি আমার আস্থা আছে। যদি দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমাকে ক্ষমা করবেন।

হাওর এলাকার আগাম বন্যা প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা জলাভূমির মানুষ। গত ১৫ বছরে হাওর এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের জন্য আমদের রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও গ্রহণ করবে না জনগণ। আগাম বন্যা রোধে আমাদেরকে সহনশীল হয়ে চলতে হবে। প্রকৃতিকে বাধা দিয়ে টেকা যাবে না। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img