শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি লুৎফুর রহমান; সেক্রেটারী মশিউর রহমান

ইসলামী আইনজীবী পরিষদের দ্বি-বার্ষিক জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিল নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এডভোকেট লুৎফুর রহমান ‍শেখকে এবং সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে এডভোকেট মশিউর রহমানকে।

আজ শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় পুরানা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, চলমান সঙ্কট নিরসনে একটি গ্রহনযোগ্য নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন। বর্তমানে মানুষের জান-মাল ও ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই, মৌলিক ও ভোটাধিকার ফিরে পেতে চায় মানুষ। বাঁচার মত বাঁচতে চায়। তিনি আদর্শবাহী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদকে ইসলামী হুকুমতের লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসতে হবে। মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা নেই। মানুষের মৌলিক ও নাগরিক অধিকার ভুলুন্ঠিত, এমনকি মানুষের ভোটাধিকারও নেই। দেশে দুর্নীতি, সন্ত্রাস, নারী ধর্ষণ এবং হত্যা মারাত্মক আকার ধারণ করেছে। মাদকের ভয়াবহ ছোবলে যুবসমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামের অনুশাসনের বিকল্প নেই। তিনি সর্বস্তরের মানুষকে ইসলামী আন্দোলনের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

চরমোনাই নায়েবে পীর বলেন, ইসলামী আইন স্বচ্ছ-সুন্দর। ইসলামের স্বচ্ছ সুন্দর ও ইনসাফপূর্ণ আইন ও শাসন ব্যবস্থা দেখে দলে দলে কাফের মুসলমান হয়েছিলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, প্রচলিত মানুষের তৈরি আইনের অসারতা এবং ইসলামি আইন তথা ইসলামী শাসনের অনিবার্যতা দিন দিন প্রমাণিত হচ্ছে। ইসলামই একমাত্র আদর্শ যা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। বিশ্বব্যাপী ইসলামের প্রতি মানুষের চাহিদা এবং আগ্রহ ক্রমেই বেড়ে চলছে। ইসলামের সঠিক দাওয়াতের অভাবে অনেক মানুষ বিপদগামী হচ্ছে। প্রচলিত আইনের অসারতা এবং ইসলামী আইনের অনিবার্যতা তুলে ধরে সর্বস্তরের মানুষের মাঝে দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামী আইনজীবী পরিষদকে বেশি বেশি দাওয়াতি কাজে সম্পৃক্ত হতে হবে। সঠিক দাওয়াত গণমানুষের কাছে বিশেষ করে আইনজীবীদের মাঝে তুলে ধরতে হবে।

তিনি বলেন, দায়ী ইলাল্লাহ’র ভূমিকা নিয়ে কাজ করতে হবে। তিনি প্রতিহিংসার রাজনীতির কবল থেকে ফিরে ইসলামের সুশীতল ছায়াতলে আসার আহ্বান জানান।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপডক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা এবিএম জাকারিয়া, এম হাসিবুল ইসলাম, মুহাম্মদ বরকত উল্লাহ লতিফ। আইনজীবী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহকারি এটর্নী জেনারেল এডভোকেট আব্দুল বাসেত, এডভোকটে আব্দুল মতিন, এডভোকেট লুৎফুর রহমান শেখ, এডভোকেট শাহ নেওয়াজ ফকির, কুমিল্লা বার প্রতিনিধি এডভোকেট হারুনুর রশিদ। এডভোকেট মোহাম্মদ হানিফ মিয়ার সঞ্চালনায় সম্মেলনে অর্ধশতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। সম্মেলনে, এডভোকেট লুৎফুর রহমান সভাপতি, এডভোকেট শওকত আলী হাওলাদার সহ-সভাপতি, এডভোকেট মশিউর রহমান সেক্রেটারী জেনারেল ও এডভোকেট মোহাম্মদ হানিফ মিয়াকে জয়েণ্ট সেক্রেটারী করে ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। পরে প্রধান অতিথি নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img