শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আওরঙ্গবাদের নাম পাল্টে “ছত্রপতি সম্ভাজিনগর”; ওসমানাবাদ হবে “ধারাশিব”

ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতা গ্রহণের পর মুসলমানদের বহু গৌরবগাঁথা ঐতিহাসিক নাম পরিবর্তন করে ফেলা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলের মুসলিম বাদশাহ আওরঙ্গবাদে নাম মুছে রাখা হচ্ছে “ছত্রপতি সম্ভাজিনগর”। একই সাথে ওসমানাবাদ হবে “ধারাশিব”।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদ শহরের নামগুলো পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মহারাষ্ট্র সরকার।

সেই অনুসারে, ঔরঙ্গাবাদ এখন “ছত্রপতি সম্ভাজিনগর” নামে পরিচিত হবে এবং ওসমানাবাদকে “ধারাশিব” বলা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমানাবাদ শহরের কাছাকাছি গুহাগুলির একটি “ধারাশিব” নামে নামকরণ করা হবে। মারাঠা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র এবং উত্তরাধিকারী “ছত্রপতি সম্ভাজি মহারাজ”, যিনি তার পিতার পরে 8 বছর (১৬৮১-১৬৮৯) পর্যন্ত শাসন করেছিলেন, তার নামানুসারে ঔরঙ্গাবাদের নামকরণ করা হবে। ১৬৮৯ সালের মার্চ মাসে ৩১ বছর বয়সে ছত্রপতি সম্ভাজি মহারাজের মৃত্যু হয়।

সূত্র : মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img