শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

পশ্চিমবঙ্গে তৃণমূলের মন্ত্রীর ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ওপর হামলা চালিয়েছে বিজেপির নেতাকর্মীরা। হামলাকারীদের লাঠির আঘাতে তার মাথা ফেটে গেছে।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কলকাতা থেকে বাড়ি ফেরার পথে পশ্চিমবঙ্গের রাজারহাটে হামলার শিকার হন ওই মন্ত্রী।

আহত মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও রাজ্যটির সংখ্যালঘু উন্নয়নবিষয়ক মন্ত্রী।

জানা যায়, গত মঙ্গলবার গিয়াসউদ্দিন মোল্লার নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সেখানে উস্তি থানার দিয়ারক এলাকায় বুধবার সকালে বোমা হামলার ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় রাজারহাটের কাছে গাড়ি থামিয়ে ঘটনাস্থলে যান গিয়াসউদ্দিন।

তাকে লক্ষ্য করে স্থানীয় পার্টি অফিস থেকে বিজেপির কর্মীরা লাঠি হাতে বেরিয়ে আসে। পরে গিয়াসউদ্দিন মোল্লার মাথায় আঘাত ও তার গাড়ি ভাঙচুর করে। গিয়াসউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img