শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

তিন মাস ধরে পানির সঙ্কট বাড্ডা ও শাহজাদপুর এলাকায়

একদিকে লকডাউন, অন্যদিকে করোনা, তার ওপর পবিত্র রমজান মাস। এমন অবস্থায় গত তিন মাস ধরে পানি পাচ্ছেন না রাজধানীর শাহজাদপুর এলাকার মানুষ। এ গরমে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ওয়াসা বলছে, এরই মধ্যে সংকট সমাধানের কাজ শুরু হয়েছে।

দেশে করোনা মহামারি বা লকডাউন সবকিছুই উপেক্ষিত পানির সংকটের কাছে। কয়েক লাখ মানুষের জন্য একটি মাত্র পানির টিউবওয়েল। সেখান থেকে পানি সংগ্রহ করেন এলাকাবাসী। সেখানে সব সময় ভিড় লেগেই থাকে। বাড্ডা ও শাহজাদপুর এলাকায় পানি নেই ফেব্রুয়ারি থেকে। বারবার পানির জন্য আন্দোলন করে শুধুই মিলেছে আশ্বাস, বাস্তবে মেলেনি এক ফোঁটা পানিও।

পানির এ সংকটে এক শ্রেণির মানুষ বাণিজ্য শুরু করেছে। ৩০ টাকার পানির জার এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এমন অবস্থায় স্থানীয়রা বলছেন, ওয়াসার ভূতুড়ে বিলের খপ্পরে পড়ে পানি না পেয়েও গুণতে হচ্ছে বাড়তি টাকা।

ওয়াসা বলছে, গ্রীষ্মের এ সময়টায় কিছু এলাকায় পানি সংকট রয়েছে। সমস্যা সমাধানে বসানো হচ্ছে নতুন করে পানির পাম্প।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img