শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

লকডাউন বাড়ার সম্ভাবনা

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে লকডাউন ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল দেশব্যাপী এক সপ্তাহের জন্য বাংলাদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। এই লকডাউন আরো বাড়তে পারে বলে আলোচনা শুরু হয়েছে। তবে এর আগে এক সপ্তাহের ঘোষণা করা হয়েছিল ‘কঠোর নিষেধাজ্ঞা’।

গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। ১৪ এপ্রিল লকডাউন শুরুর ঘোষণার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, আপাতত সপ্তাহব্যাপী লকডাউন দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে। মন্ত্রীর কথাতে ওই লকডাউন আরও বাড়ানোর আভাস পাওয়া যায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও গত কয়েকদিন ধরে লকডাউন বাড়ানোর কথা বলে আসছেন। করোনা মহামারি বিষয়ে গঠিত জাতীয় কমিটিও কমপক্ষে দু্ই সপ্তাহ লকডাউনের পক্ষে সুপারিশ করেন। এর ধারাবাহিকতায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও দুই সপ্তাহের জন্য লকডাউনের পক্ষে মত দেন।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, আগামী ২১ এপ্রিল চলমান লকডাউন শেষ হচ্ছে। শেষ হওয়ার আগেই সোমবারের মধ্যে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে এখনই কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img