হেফাজত ইসলাম বাংলাদেশের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অধিবেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর যাত্রাবাড়ীতে কাজলা ব্রিজ সংলগ্ন এক মিলনায়তনে এই কাউন্সিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় যাত্রাবাড়ী থানার আহবায়ক মুফতী সলিমুল্লাহ খান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
কাউন্সিল ও পরিচিতি সভায় মুফতী বুরহানুদ্দীন রাব্বানীকে প্রধান উপদেষ্টা, মুফতী মুহাম্মাদুল্লাহ আল হোসাইনীকে সভাপতি, মুফতী সাকিবুল ইসলাম কাসেমীকে সহ-সভাপতি ও মুফতী রফিকুল ইসলাম আশরাফীকে সেক্রেটারী করে ১০৭ ১০৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী শরিফুল্লাহ।
অন্যান্য সদস্যরা হলেন, মুফতী ইমাম উদ্দিন (সহকারী সেক্রেটারী), মুফতী নাঈমুল ইসলাম সাজ্জাদ (সাংগঠনিক সম্পাদক), মাওলানা দেলোয়ার হুসাইন (অর্থ সম্পাদক), মুফতী মাহফুজ মুসলেহ (প্রচার সম্পাদক), মুফতী মুবারক হুসাইন রহমানী (দপ্তর সম্পাদক), মুফতী শাহাদাত হুসাইন মুরাদ (ত্রান ও পুনর্বাসন সম্পাদক), মুফতী রিদওয়ান হাসান (ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক), মাওলানা ইয়াকুব আলী (দাওয়া বিষয়ক সম্পাদক), মাওলানা এহসান আহমদ খান (সমাজ কল্যাণ সম্পাদক), মুফতী রফিকুল ইসলাম রুবেল (স্বেচ্ছাসেবক সম্পাদক), মুফতী নাহিদুর রহমান মৃধা (শিক্ষা বিষয়ক সম্পাদক), মুফতী আবূ সালেহ (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), মাওলানা জামিল সিদ্দিক (তথ্য ও গবেষণা সম্পাদক), মুফতী তাওহিদুল ইসলাম (আইন বিষয়ক সম্পাদক), সাজ্জাদ উদ্দিন সাজুক (বিজ্ঞান বিষয়ক সম্পাদক)।
অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন ও পরিচিতি সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন, হেফজতের ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতী আযহারুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, অর্থ সম্পাদক মুফতী মনির হোসাইন কাসেমী প্রমুখ।