সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

ইসরাইলে ইয়েমেনের হামলা; পালাতে গিয়ে ১২ ইসরাইলি আহত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউছি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী তেলআবিবে ড্রোন হামলা চালিয়েছে। এ সময় ইসরাইলিরা দৌড়ে পালাতে গিয়ে পদদলিত হয়ে ১২ জন আহত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে এ হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠি হাউছি।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনিদের ছোড়া ড্রোনটি ইসরাইলের আকাশ সীমায় প্রবেশ করলে তা ভূপাতিত করা হয়। তবে সতর্কতার উদ্দেশ্যে সাইরেন বাজানো হলে মানুষের ছুটোছুটিতে ওই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জেরুজালেম এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ১২ আহত হয়েছিল। আর নয়জন আতঙ্কিত হয়েছিল।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img