হাসিনা সরকারের পতনের পর দিন যত যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে পাকস্তানের সম্পর্ক ততই গভীর হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসেই বাংলাদেশ সফর করবেন তিনি।
শুক্রবার (৩ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফর করবেন। ভারতপন্থি হাসিনার শাসনামলে ঢাকা-ইসলামাবদ সম্পর্ক তলানিতে ছিল। তবে, গণঅভ্যুত্থানে পতনের পর ভারত পালিয়ে যান হাসিনা। এরপর ক্রমেই উষ্ণ হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক।