সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

নেত্রকোণায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাবুল সরকারের ছেলে চিন্ময় সরকার (২৭), জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), নেত্রকোণা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫), জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), নেত্রকোণা পৌর ছাত্রলীগের সদস্য রাহুল রায় (২৪) এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন (২৮)।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ‌নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর সোয়া ৬টার দি‌কে নেত্রকোণা পৌরসভাধীন বড় মসজিদ রোড থেকে নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় এবং সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোণা মডেল থানার টহল পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি দেখে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মিছিলে সরাসরি অংশ নেওয়া নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার কর‌তে সক্ষম হয় জেলা পুলিশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img