শনিবার, জুলাই ২৭, ২০২৪

২০২০ সালে ১৮৮ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: আসক

বিদায়ী বছরে ১৮৮ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্রের (আসক)।

তারা জানায়, ২০২০ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ১৮৮ জন। এরমধ্যে মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছেন ১১২ জন।

আজ বৃহস্পতিবার মানবাধিকার পরিস্থিতি-২০২০ নিয়ে আসক আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন আসক সদস্য আবু আহমেদ ফজলুল কবির।

এতে জানানো হয়, বছর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন ১১ জন। গ্রেপ্তারের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে মারা গেছেন ১৩ জন।

অসুস্থতাসহ নানা কারণে দেশের কারাগারগুলোতে মারা গেছেন ৭৫ জন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ৪৯ বাংলাদেশি।।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img