শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ইমরান খানকে অন্ধকার কারাগারে নির্যাতন করা হচ্ছে: জেমিমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ড স্মিথ। সেখানে তিনি অভিযোগ করে বলেছেন, জেলের মধ্যে অন্ধকার সেলে রেখে কঠোর নির্যাতন চালানো হচ্ছে ইমরান খানের উপরে।

তিনি আরও বলেন, ইমরানের অবস্থানরত কারাকক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাকে বিন্দুমাত্র সময়ের জন্য সেল থেকে বের হতে দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ আবদ্ধ করে রাখা হয়েছে। এমনকি তার রাঁধুনিকেও জোরপূর্বক ছাঁটাই করা হয়েছে। তাঁর আইনজীবীকে পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার আইনজীবী।

জেমিমা বলেন, ইমরান তাঁর দুই পুত্রের সঙ্গে প্রতি সপ্তাহে একবার ফোনে কথা বলতেন। কিন্তু সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ৭২ বছর বয়সী ইমরান খানের মুক্তির দাবি জানান তিনি।

উল্লেখ্য, ইমরান খানের পক্ষে কথা বলায় একে একে গ্রেফতার হয়েছেন তার পরিবারের সদস্যরা। ২০২৩ সালের আগস্ট মাসে গ্রেপ্তার করা হয় তার ভাতিজা হাসান নিয়াজিকে। এছাড়াও সাম্প্রতিক সময়ে তার দুই বোনকেও গ্রেফতার করেছে পাক পুলিশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img