ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ
করোনাভাইরাস মহামারীজনিত কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পরে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদটি পুনরায় খোলে দেওয়া হয়েছে।
রোববার (৩১ মে) ফজরের নামাজের সময় আল্লাহু আকবার বলে তাকবির দিতে দিতে মুসুল্লিরা আল-আকসা মসজিদে প্রবেশ করেন। খবর আনাদোলু এজেন্সি’র।
জর্দান পরিচালিত ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, পবিত্র এ স্থানটি এখন ইবাদতকারীদের জন্য উন্মুক্ত।
উল্লেখ্য, আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ মাসের শেষ দিকে মসজিদটি সকল ইবাদতকারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।