সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা

চলতি বছরের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল ভবনে হামলার ঘটনা কেন্দ্র করে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আমেরিকার দুই জন পুলিশ কর্মকর্তা এ ট্রাম্পের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

সে সময় সহিংসতার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়। এছাড়া এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়।

গত ৬ জানুয়ারি আইন প্রণেতারা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন ঠিক সে সময়ই ট্রাম্পের শত শত সমর্থক দেশটির আইনসভা কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে পড়েন। অধিবেশন চলাকালে হঠাৎ করেই ট্রাম্প সমর্থকরা সেখানে হামলা শুরু করে। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে।

এদিকে, ট্রাম্পের বিরুদ্ধে মামলার বিষয়ে পুলিশ কর্মকর্তা জেমস ব্লেসিংগেম এবং সিডনি হেমবি বলেন, তারা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, ট্রাম্প সে সময় সহিংসতাকে উস্কে দিয়েছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img