গুমের অভিযোগে হাসিনাসহ নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি এ অভিযোগ জমা দেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হয়, গুমের সময় যেই গামছা দিয়ে মাইকেল চাকমাকে বাঁধা হয়েছিলো সেটিও অভিযোগের সাথে তিনি জমা দিয়েছেন।
এর আগে গত ১৮ই ডিসেম্বর শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ জমা দেন মাইকেল চাকমা। ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে।
মাইকেল চাকমার অভিযোগ ২০১৯ সালের ৯ই এপ্রিল থেকে ২০২৪ সালের ৭ই অগাস্ট পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর চার মাস তিনি গুম ছিলেন।
সূত্র: বিবিসি