সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু; সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩৬৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত নারী ঢাকার বাসিন্দা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮১ জনে। একই সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৩৬৮ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জনে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৩ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img