বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরাইল বিমান হামলা করে ৬ জনকে হত্যা করলো

পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বিমান হামলা করে অন্তত ৬ জনকে হত্যা করলো। নিহতদের মধ্যে একজন ফিলিস্তিনি কিশোর এবং তিন ভাই রয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শরণার্থী শিবিরের একটি ট্র্যাফিক সার্কেলের কাছে একটি ইসরাইলি ড্রোন একদল মানুষকে লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ বছর বয়সি এক বালকসহ ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় নিহত আরও পাঁচজনের বয়স ২৩ থেকে ৩৪ বছরের মধ্যে। তাদের মধ্যে তিন ভাইও ছিলেন।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পশ্চিমতীর জুড়ে ইসরাইল এই নীতি অব্যাহত রাখবে।

পিএ-র নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আনোয়ার রজব বলেন, জেনিনে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য কর্তৃপক্ষের ‘প্রচেষ্টা ব্যাহত’ করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img