বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

এখন পর্যন্ত গাজ্জায় ২০৪ জন সংবাদিক হত্যা করেছে ইসরাইল

গাজ্জা উপত্যকায় আরও একজন সাংবাদিককে হত্যা করলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনী হাতে ২০৪ জন সাংবাদিক শহীদ হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজ্জার গণমাধ্যম কার্যালয়।

বিবৃতিতে গাজ্জার গণমাধ্যম জানায়, গাজ্জা শহরের শেখ রেদোয়ান এলাকায় ইসরাইলের বিমান হামলায় আহত হওয়া সাংবাদিক মোহাম্মদ আল-তালমাস শাহাদাতবরণ করেছেন। তিনি বার্তা সংস্থার সাফায় কাজ করতেন।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক ফেডারেশন অফ জার্নালিস্ট, ফেডারেশন অফ আরব জার্নালিস্ট এবং বিশ্বের অন্য সমস্ত সাংবাদিক সংস্থাকে ইসরাইলের এই ধারাবাহিক অপরাধজ্ঞের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানাচ্ছি।

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের অত্যাচার, নিপীড়ন এবং হত্যাযজ্ঞের মুখে গণমাধ্যমের স্বাধীনতা যাতে টিকিয়ে রাখা যায় সেজন্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর প্রতি এই বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

গাজ্জার গণমাধ্যম কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে যে হত্যা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সম্পূর্ণভাবে দায়ী।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img