বুধবার, মে ১৫, ২০২৪

লিবিয়া সীমান্তে আলজেরিয়া সেনাবাহিনীর সামরিক মহড়া

লিবিয়া সীমান্তে সামরিক মহড়া দিয়েছে আলজেরিয়ার সেনাবাহিনী। এ মহড়ায় অংশ নিয়েছে দেশটির আকাশ, স্থল বাহিনী ও স্পেশাল ফোর্সের সেনা সদস্যরা।

বুধবার (৩০ জুন) আলজেরিয়ান সেনাবাহিনীর তত্ত্বাবধানে নাসর-২০২১ নামে এ সামরিক মহড়াটি আয়োজিত হয়।

আলজেরিয়া সেনাবাহিনী জানায়, যুদ্ধের জন্য কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে এই সামরিক মহড়ার আয়োজন করা হয়।

এর আগে গত মঙ্গলবার (২৯ জুন) আলজেরিয়ান সেনাবাহিনীর স্থলভাগের প্রধান সাঈদ চেঙ্গরিহা লিবিয়া সীমান্ত পরিদর্শনে যান।

তিনি বলেন, তার দেশ কোনো ধরনের হুমকি বা ভীতিপ্রদর্শনকে গ্রাহ্য করবে না।

লিবিয়া সীমান্তে বিদ্রোহী জেনারেল হাফতারের পদক্ষেপের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশের খ্যাতি, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার জন্য ক্ষতিকর যে কোনো বিষয়েই আলজেরিয়ার জবাব হবে অত্যন্ত ভয়াবহ এবং চূড়ান্ত ফলাফল নির্ধারক।

গত সপ্তাহে লিবিয়ার বিদ্রোহী জেনারেল হাফতার আলজেরিয়ার সাথে লাগোয়া দেশটির দক্ষিণ সীমান্তে তার মিলিশিয়া বাহিনী প্রেরণ করে এবং অঞ্চলটিকে নিজেদের মিলিটারি জোন হিসেবে নির্ধারণের ঘোষণা দেয়। সন্ত্রাসীদের তাড়া ও ভাড়াটে আফ্রিকান বাহিনী খেদানোর অজুহাতে সে তার মিলিশিয়া বাহিনী প্রেরণ করেছে বলে জানা যায়।

উল্লেখ্য, ভাড়াটে বাহিনীর হাতে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পতন রোধে আলজেরিয়া হস্তক্ষেপ করতে যাচ্ছে বলে দেশটির প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তাবুনের ঘোষণার পর বিদ্রোহী জেনারেল হাফতার সীমান্ত এলাকায় এই পদক্ষেপ নেয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img