রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

মুসলিম লীগের সভাপতিত্ব থেকে পদত্যাগ করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ

মুসলিম লীগ (এন) এর সভাপতিত্ব থেকে পদত্যাগ করলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (১৩ মে) দলীয় কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ২দিন পূর্বে মুসলিম লীগ (এন) এর সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বিতর্কিত ভাবে নির্বাচিত দেশটির এই প্রধানমন্ত্রী।

দলীয় কার্যালয়ে পদত্যাগ পত্র প্রেরণ করা হলে দলটির শীর্ষ নেতা নাওয়াজ শরীফ তা কবুল করে নেন।

এছাড়া নতুন সভাপতি নির্বাচনের লক্ষ্যে দলটির পক্ষ থেকে আগামী ২৮ মে সাধারণ পরিষদের বৈঠক ডাকা হয়। বৈঠকে নাওয়াজ শরীফকে দলের নতুন সভাপতি নির্বাচনের কথা রয়েছে।

এর পূর্বে এক পরামর্শ সভায় দলের শীর্ষ নেতাগণ মিয়া সাহেবকে সভাপতির পদ গ্রহণের আহবান জানিয়েছিলেন। তিনি এই পদ গ্রহণে রাজি না হওয়ায় নাওয়াজ শরীফকে সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মুসলিম লীগ (এন) মুখপাত্র ইরফান সাদেক জানান, কিছুদিন পূর্বের এক পরামর্শ সভায় দলকে বিতর্ক মুক্ত রাখতে ও ইমেজ বাড়াতে সরকার ও দলীয় পদ পৃথক রাখার পরামর্শ দেন সিনিয়র নেতাগণ। এর প্রেক্ষিতে দলীয় পদে রদবদল আসছে।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img