বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

সৌদি আরবকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি হুথিদের

ইয়েমেনে ইরান সমর্থিত হুথি সংগঠনের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার দোসররা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জোটে সৌদি আরবের সমর্থনের বিষয়টি সামনে আসতেই রিয়াদকে সতর্ক করেছে ইয়েমেনের সসস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি।

হুথিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মুহাম্মাদ আল হুথি বলেন, “ইয়েমেনে হামলা চালানোর ক্ষেত্রে সৌদি আরব যেন কোন সমর্থন না জানায় সেজন্য একটি সতর্কবার্তা প্রেরণ করা হয়েছে দেশটির কাছে। সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরব যদি মার্কিন যুদ্ধ বিমানগুলোকে ইয়েমেনে হামলা চালানোর জন্য তার নিজস্ব এলাকা ও আকাশসীমা ব্যবহার করতে দেয় তাহলে রিয়াদকে অবশ্যই লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।”

প্রসঙ্গত, লোহিত সাগরে হুথিদের আক্রমণ ঠেকাতে গত ডিসেম্বরে একটি টাস্ক ফোর্স গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১০ সদস্যের এই জোটে এখনো পর্যন্ত যোগদান করেনি সৌদি আরব। এছাড়াও ইয়েমেনে হামলা চালানোর জন্য মার্কিন যুদ্ধবিমানগুলোকে তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img