সোমবার, মে ২০, ২০২৪

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজ্জায় প্রায় ১৫ হাজার শিশু শহীদ

২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে যুদ্ধ শুরু হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের। সেই যুদ্ধে এখন পর্যন্ত ১৫,০০২ শিশু শহীদ হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) গাজ্জার প্রেস সার্ভিস তাদের টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানায়।

প্রেস সার্ভিসের মতে, অপুষ্টিতে অন্তত ৩০ শিশু শহীদ হয়েছে। উপরন্তু, প্রায় ১৭,০০০ নাবালক এতিম হয়েছে বা লড়াইয়ের ফলে তাদের একজন বাবা-মাকে হারিয়েছে।

৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধারা ইসরাইলী ভূখণ্ডে আক্রমণ করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন সীমান্তের কাছাকাছি বসতিগুলিতে বসবাসকারী অনেক ইসরাইলি নিহত বা জিম্মি হয়।

জবাবে, ইসরাইল গাজ্জা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং ছিটমহল, লেবানন ও সিরিয়ার কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে এবং তারপর ছিটমহলে স্থল অভিযান চালায়।

সূত্র: তাস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img