সোমবার, মে ২০, ২০২৪

বাইডেনের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে রাফায় হামলা শুরু করেছে ইসরাইল

বাইডেনের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই রাফায় হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদে অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

বৃহস্পতিবার (৯ মে) রাফায় হামলা চালানো হয়েছে। এর আগে বাইডেন ইসরালিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইসরায়েল যদি দক্ষিণ গাজ্জার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি আমেরিকার সতর্কবার্তা ছিল।

কিন্তু বাইডেনের এই সতর্কবার্তা কানে তোলেনি সন্ত্রাসবাদী ইসরাইল। তারা ইতোমধ্যেই রাফায় ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং সেখানে অভিযান শুরু হয়েছে। রাফাকে হামাসের শেষ ঘাঁটি উল্লেখ করে সেখানে অভিযান শুরু করেছে ইসরাইল।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে রাফায় ভারী গোলাবর্ষণ হয়েছে। পরবর্তীতে ইসরাইলী বাহিনী জানিয়েছে, তারা হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সূত্র : এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img