বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

আল আকসায় জুমার নামাজে ১ লাখ ২৫ হাজার মুসল্লীর অংশগ্রহণ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিষেধাজ্ঞা সত্ত্বেও পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজে প্রায় ১ লাখ ২৫ হাজার মুসল্লী অংশগ্রহণ করেছেন।

জেরুসালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগের মহাপরিচালক শেখ আজ্জাম আল-খতিব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ আজ্জাম বলেন, পবিত্র রমজান মাসে এর চেয়েও অনেক বেশি মুসল্লী আল আকসা মসজিদে জুমা আদায় করে থাকেন। গতকালের মুসল্লিদের সংখ্যাটি স্বাভাবিকের চেয়ে কম। কারণ গত বছরে একই দিনে প্রায় ২ লাখ ৫০ হাজার মুসল্লী জুমার নামাজে অংশগ্রহণ করেছিল।

প্রসঙ্গত, আল আকসা মসজিদ প্রাঙ্গন ও আশেপাশের রাস্তায় বিপুল পরিমাণ ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছে। ৫৫ বছরের উপরের পুরুষ ও ৫০ বছরের ঊর্ধ্বে নারীদের পূর্ব জেরুসালেম শহরে অনুমতি দেওয়া হয়েছে।

গত শুক্রবারের জুমার খুতবার অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলি গণহত্যা ও আন্তর্জাতিক বিশ্বের নিশ্চুপ থাকার বিষয়ে নিন্দা জানিয়েছেন আল আকসা মসজিদের খতিব শেখ আবু ইউসুফ স্নিনেহ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img