ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে জার্মান ও ইরানের বেশ কয়েকটি কোম্পানি। এসব কোম্পানির সাথে একটি বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জ্বালানি ও পানি মন্ত্রণালয়।
জ্বালানি ও পানি মন্ত্রণালয়ের মুখপাত্র মাতিউল্লাহ আবিদ বলেন, “আফগানিস্তানের সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ইরান ও জার্মানির বেশ কয়েকটি কোম্পানির কর্ণধার। আফগানিস্তানের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানোর পাশাপাশি সকল ধরনের সহযোগিতারও আশ্বাস প্রদান করা হয়েছে।”
তিনি আরো বলেন, জ্বালানি খাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্দেশ্যে খুব শীঘ্রই একটি বড় ধরনের সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান।
উল্লেখ্য, আফগানিস্তান তার প্রয়োজনীয় বিদ্যুতের ২০ শতাংশ নিজ দেশে উৎপাদন করে থাকে। বাকি বিদ্যুতের জন্য নির্ভর করতে হয় তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের মত দেশগুলোর উপর।
সূত্র: তোলো নিউজ