বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

আফগানিস্তান নিয়ে জাতিসংঘে যা বললেন ইমরান খান

ইনসাফ | নাহিয়ান হাসান


গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের এক ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

২৭ মিনিটের বক্তৃতায় পাক প্রধানমন্ত্রী করোনা ভাইরাস, আঞ্চলিক সশস্ত্র লড়াই ও অস্ত্র মজুদের প্রতিযোগিতা, মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে কটুক্তি করে স্কেচ প্রকাশ বৃদ্ধি, দখলকৃত কাশ্মীরে ভারতের নৃশংসতা, স্বাধীন ফিলিস্তিনে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখল, জলবায়ু ও পরিবেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বড় ধরনের পরিবর্তন আনার মতো গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা করেন।

জাতিসংঘের ভাষণে ইমরান খান বলেন, দুই দশক ধরে আমি বলে আসছিলাম যে, আফগান সংকটের সমাধান সামরিকভাবে হবে না বরং এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমঝোতা ও সংলাপ। আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে পাকিস্তান তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।

তিনি আরো বলেন, কাতারে আন্তঃ আফগান আলোচনায় একটি স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে তাছাড়া অতিদ্রুত আফগান শরণার্থীদের প্রত্যাবর্তন আফগান সংকট সমাধানের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত বলে আমি মনে করি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img