দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগীতা আরও উন্নত করার লক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে বৈঠক করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় রাষ্ট্রপতি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মধ্যমে নিজেদের মধ্যে হওয়া আলোচনার বিস্তারিত তুলে ধরবেন এই দুই নেতা। তারপর নৈশভোজে অংশগ্রহণ করার কথা রয়েছে মাহমুদ আব্বাসের।
সূত্রে জানা যায়, ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানের উপায়, দুই দেশের আঞ্চলিক উন্নয়ন, দ্বিপাক্ষিক সহযোগীতা এবং সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোচনা করবেন নেতৃদ্বয়।
জানা যায়, চলতি সপ্তাহে তুরস্ক সফরে যাওয়ার কথা ছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। কিন্তু ব্যাপক অসুস্থ থাকায় এই সফর বাতিল হয়।
সূত্র : টিআরটি