প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আমন্ত্রণে সংলাপে অংশ নিয়েছে দেশের সকল ধারার রাজনৈতিক দল সমূহ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসলামী দল সমূহের নেতা থেকে শুরু করে কমিউনিস্ট পার্টির নেতারাও উপস্থিত হয়েছিলেন।
সংলাপে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা মামুনুল হক।
জমিয়তে ওলামায়ে ইসলামের নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
খেলাফত মজলিসের আমীর আবদুল বাসিত আজাদ, নায়েবে আমীর আহমদ আলী কাসেমী ও যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ ও উপদেষ্টা আশরাফ আলী আকন।
জমিয়তে ওলামায়ে ইসলাম একাংশের মহাসচিব মাওলানা মহিউদ্দীন ইকরাম। খেলাফত আন্দোলন একাংশের মহাসচিব মুফতী ফখরুল ইসলাম। ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান এডভোকেট আবদুর রকিব।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নূরুল হক নূর ও রাশেদ খান, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ, ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, এনপিপি ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাসদের খালেকুজ্জামান, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।