আগামীকাল থেকে আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ উদ্যোগে সীরাতুন্নবী সা. উপলক্ষে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ও শুক্রবার (৫ ও ৬ ডিসেম্বর) রাজধানী ঢাকার মুগদা স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ জহির উদ্দীন সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকেবেন সাইয়্যিদ মাওলানা আজহার বিন আরশাদ মাদানী, সাইয়্যিদ মাওলানা হাসান আসজাদ মাদানী ভারত ও প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন,
সম্মেলনে বক্তব্য রাখবেন, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী দিলওয়ার হুসাইন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মুফতি সাখাওয়াত হোসেন রাজীসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।
সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন।