পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতৃত্ব থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তার বোন আ’লিমা খান।
বুধবার (৪ ডিসেম্বর) ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাতকারে এবিষয়ে কথা বলেন তিনি।
আ’লিমা খান বলেন, পিটিআই প্রতিষ্ঠাতাকে সরিয়ে দেওয়া নিয়ে গুঞ্জন উঠেছে। বলা হচ্ছে, বুশরা বিবি নয়তো আ’লিমা খান দলের নেতৃত্ব ভার নিতে যাচ্ছেন। এটি তারাই ছড়াচ্ছে যারা ইমরান খানকে রাজনীতি থেকে মাইনাস করতে চাচ্ছে। আমি বলতে চাই, এটি কখনো হওয়ার নয়। বাস্তবতা হলো, নেতা একজনই থাকবেন যিনি পিটিআই এর প্রতিষ্ঠাতা।
নভেম্বরের শেষদিকে ইমরান খানের মুক্তির দাবীতে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের বিক্ষোভ ও লংমার্চে বুশরা বিবির নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ইমরান খান বুশরাকে বিক্ষোভের কোনো প্রকার নির্দেশনা দেয়নি। কেননা এর ২ সপ্তাহ আগ থেকে বুশরা অসুস্থ ছিলো। অসুস্থতার দরুন নির্ধারিত তারিখে কোথাও উপস্থিতও থাকতে পারছিলো না।
এছাড়া লংমার্চের সময় প্রশাসন কর্তৃক রেড জোন চিহ্নিত করা এলাকা ডি-চৌক গমনে বুশরা বিবির অনড় সিদ্ধান্ত ও কর্মসূচি প্রত্যাহার না করা প্রসঙ্গে তার মুখপাত্র মিশাল ইউসুফজাই যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন।
বুশরা বিবির মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, সাঞ্জগানীতে যখন চরম মাত্রায় দমন-পীড়ন শুরু হয় তখনও আমি বুশরা বিবির সাথে ছিলাম। আমরা জানতে পেরেছিলাম যে, বিক্ষোভ সফল করতে আমাদেরকে ডি-চৌকে দমন-পীড়নের স্থানে যেতে ও থাকতে বলা হয়েছে। কিন্তু বুশরা বিবি এই সিদ্ধান্ত স্বয়ং পিটিআই প্রতিষ্ঠাতার কাছ থেকে শুনার আশায় ছিলেন। যেহেতু খান সাহেবের দিকনির্দেশনা ছিলো তাই চরম পর্যায়ের দমন-পীড়ন শুরু হওয়া সত্ত্বেও বুশরা বিবি বিক্ষোভ প্রত্যাহার করেননি। বরং ডি-চৌকের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। কেননা পুরো কর্মসূচি ছিলো তার কাছে খান সাহেবের আমানত। তাই তিনি কিভাবে এর খেয়ানত করতে পারতেন?
এছাড়া ইসলামাবাদ অভিমুখে এগিয়ে যাওয়ার সময় প্রতিটি স্থানে তিনি বার বার সকলকে বলেছিলেন, আমাদের সকলকে ডি-চৌকে পৌঁছতে হবে। এটি পিটিআই প্রতিষ্ঠাতার নির্দেশ। এমনকি ডি-চৌকে যাওয়ার সময় তার গাড়ির উইন্ডশিল্ডে রাসায়নিকও নিক্ষেপ করেছিলো প্রশাসন, যার ফলে বাইরের কিছুই দেখা যাচ্ছিলো না। পরবর্তীতে তাকে বলা হয় যে, গাড়ি পরিবর্তন করে ডি-চৌকে বিক্ষোভের মূলকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। কিন্তু গাড়ি পরিবর্তনের পর তাকে মানসিহরায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ইমরান খানের মুক্তির দাবীতে তার স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে ইসলামাবাদ অভিমুখে বিশাল লংমার্চের আয়োজন করে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। কিন্তু প্রশাসনের চরম দমন-পীড়ন ও নৃশংসতার মুখে তাদের এই কর্মসূচি ব্যর্থ হয়ে যায়। এতে অংশ নেওয়া লোকজনের মৃত্যু হয় ও সাড়ে ৪ হাজারের অধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।
ব্যর্থতা ও ক্ষয়ক্ষতির জন্য নেতাকর্মীরা একে অপরকে দোষারোপ করছেন। দলটির অন্যতম নেতা শওকত ইউসুফজাই ব্যর্থ কর্মসূচির পাশাপাশি গণ-গ্রেফতার ও প্রাণ হারানোর ঘটনা মরার উপর খড়ার ঘাঁ হয়ে দেখা দেওয়ায় দলের উপর ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, কর্মসূচির আগ থেকেই পুরো দেশে সবধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট করে দেয় সরকার। সর্বোচ্চ পর্যায়ের চাপ ও প্রশাসনিক নৃশংসতার আভাস থাকা সত্ত্বেও কে ডি-চৌকে যাওয়ার সিদ্ধান্ত নিলো? এত বড় একটি বিক্ষোভ ও লংমার্চ কর্মসূচি অথচ ব্যারিস্টার গওহর ও সালমান আকরাম রাজাদের ন্যায় শীর্ষ নেতাদের এর কোনো পরিকল্পনা জানা ছিলো না!
সূত্র: এআরওয়াই নিউজ, আ’জ নিউজ