বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

হিজবুল্লাহর হামলায় ৭০ ইসরাইলি সেনা নিহত ও ২৮ ট্যাংক ধ্বংস

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় সম্প্রতি অন্তত ৭০ জন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনা নিহত এবং অফিসারসহ ৬০০ সেনা আহত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) হিজবুল্লাহর অপারেশনস রুম-এর বরাত দিয়ে লেবাননের আল মানার টেলিভিশন এ তথ্য প্রকাশ করে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, তাদের হামলায় ইসরাইলে ২৮টি মেরকাভা ট্যাঙ্ক, চারটি সামরিক বুলডোজার এবং বেশ কয়েকটি সাঁজোয়া যান ও গাড়ি ধ্বংস হয়েছে। এছাড়াও, ‘হার্মিস ৪৫০’ মডেলের তিনটি ড্রোন এবং ‘হার্মিস ৯০০’ মডেলের ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিন ও লেবানন সীমান্তে ইসরাইলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমানবাহিনী ও প্রতিরক্ষাবাহিনীর সংঘর্ষে ইসরাইলের এই ক্ষয়ক্ষতি হয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের সীমান্ত থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের পাঁচটি আলাদা আলাদা স্থানে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ অব্যাহত আছে।

হিজবুল্লাহ আরও বলেছে, এই হতাহত ও ক্ষয়ক্ষতি কেবল লেবাননের মাটিতে ইসরাইলি দখলদার বাহিনীকে মোকাবিলার সময় হয়েছে। তারা ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি, ব্যারাকে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, তা এই প্রতিবেদনে বিবেচনা করা হয়নি।

এদিকে ইসরাইলি বাহিনী বলছে, লেবাননে স্থল হামলা শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছে।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img