বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

সিরিয়ার ৭টি অঞ্চল সুন্নি মুসলমানদের নিয়ন্ত্রণে; বিপাকে আসাদ সরকার

সিরিয়ার সুন্নি সমর্থিত সশস্ত্র সংগঠন তাহরির আল শাম বিবৃতি দিয়েছে যে, তারা সিরিয়ার ৭টি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চল হামা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আরাবিয়ার এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।

এদিকে শিয়া সমর্থিত আসাদ সরকারের মুখপাত্র বলেছে তারা দেশব্যাপী একটি সামরিক আক্রমণ লক্ষ্য করেছে। এবং এর মোকাবেলা করতে তারা প্রস্তুত।

কিন্তু সুন্নি সংগঠন তাহরির আল শামের আক্রমণে সিরিয়ায় আসাদ সরকারের এতটাই বিপর্যয় ঘটা আরম্ভ হয়েছে যে তাদের মিত্র রাশিয়া তাদের সহযোগিতায় সরাসরি ময়দানে অবতীর্ণ হয়েছে।

শিয়া সমর্থিত আসাদ সরকারের মন্ত্রিপরিষদ এক বিবৃতিতে বলে, আসাদ সরকার ও রাশিয়ার যৌথ বিমান হামলায় প্রায় ডজন খানেক সুন্নি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তারা পূর্ব আলেপ্পোর সাফিরা অঞ্চলে সুন্নি সংগঠন তাহরির আল শামের উপস্থিতি লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করে।

এর আগে গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিবৃতি দিয়ে বলেন, রাশিয়া আসাদ সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন বলে তুর্কী প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে।

এসময় তিনি পুতিনকে বলেন, তুরস্ক সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং সিরিয়ার একটি ন্যায্য ও স্থায়ী সমাধান চায়। পরিস্থিতি ঘোলাটে না করে রাজনৈতিক আলাপের মাধ্যমে সমাধান করতে আসাদ সরকারের প্রতি আহবান জানান।

সিরিয়া যেন বৃহত্তর অস্থিতিশীলতার উৎস না হয় সেজন্য সংঘাত এড়ানোর আহবান জানান তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

পশ্চিমা মিডিয়া বরাবরের মতো এরদোগানকে সুন্নি সংগঠনের সহযোগী বলে দাবি করলেও এরদোগান সরাসরি এমন কোনো দাবি বা বক্তব্য প্রদান করেন নি। আজ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে বলেছে, “এরদোগান সিরিয়ায় ভয়ংকর খেলা খেলছে”।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img