আগামীকাল থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন।
বৃহস্পতি (৫ ডিসেম্বর) থেকে শুরু হয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) পর্যন্ত এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
মহাসম্মেলনে বক্তব্য রাখবেন, আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিল আহমদ কাসেমী, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী কাসেমী, চট্টগ্রাম জামিয়া নাজিরহাট মাদরাসার মুহতামিম মুফতী হাবিবুর রহমান কাসেমী, মুফতী মাহমুদুল হাসান বাবুনগরী, যশোর জামিয়া এজাজিয়ার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতী রেজাউল করিম আবরার, বিশিষ্ট দায়ী মুফতী জোবায়ের আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক ও মাওলানা গাজী ইয়াকুব ওসমানী প্রমূখ।
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী দেশের সর্বস্থরের তৌহিদী জনতাকে যথাসময়ে উপস্থিত হয়ে ইসলামী মহাসম্মেলনকে সফল করার জন্য আহবান জানিয়েছেন।