সাম্প্রতিক সময়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করেছে দেশটির সুন্নি মুসলিম সংগঠন হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। এরপর সেখানে থাকা ক্ষমতাসীন বাশার আল আসাদের সকল বাহিনীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দলটির নেতা। তবে এর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত। এছাড়াও এসব সৈন্যদের সুন্নিদের সাথে যোগ দেওয়ার আহবান জানানো হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ বিষয়টি জানায় এইচটিএস।
বিবৃতিতে সাধারণ ক্ষমা প্রার্থীদের উদ্দেশ্যে বলা হয়, “আসাদ সরকারের সাথে যেসব সৈন্য, নিরাপত্তারক্ষী, পুলিশ, সহকারী বাহিনী ও জনপ্রিয় কমিটির সদস্যরা ক্ষমা গ্রহণে আগ্রহী- তাদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে স্থানীয় পুলিশ স্টেশনে রিপোর্ট করতে হবে। এসময় সঙ্গে নিয়ে আসতে হবে ব্যক্তিগত পরিচয় পত্র ও কাছে থাকা অস্ত্র। এছাড়াও থাকতে হবে সম্পূর্ণ অঙ্গীকারনামা।”
আগামী ৬ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার সদ্য মুক্ত বেশ কয়েকটি অঞ্চলের শাসনের দায়িত্ব গ্রহণ করেছে এইচটিএস। সেই সঙ্গে বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরো সুন্নি সংগঠনে আরো বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর